2024-11-25
agartala,tripura
অপরাধ রাজ্য

গোপন খবরের ভিত্তিতে অটো থেকে প্রচুর নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-  গোপন খবরের ভিত্তিতে প্রচুর নেশাজাতীয় কফ সিরাপ আটক করেছে পুলিশ। আগরতলা রেলস্টেশন থেকে যাওয়ার পথে বাধারঘাট এলাকায় একটি সন্দেহভাজক অটো আটক করেছে পুলিশ। অটোটিতে তল্লাশি চালিয়ে এডি নগর থানার পুলিশ প্রচুর পরিমাণ নেশাজাতীয় কফসিরাপ এসকফ উদ্ধার করেছে। সাথে আটক করে চারজনকে। তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। জানা গেছে রেলে করে এসব নেশা সামগ্রী নিয়ে আসা হয়েছে। একই কৌশলে প্রতিনিয়তই নেশাসামগ্রী রাজ্যে আসছে বলে তথ্য মিলেছে। ভিন্ন ভিন্ন পণ্য সামগ্রীর সঙ্গে মিশিয়ে এসব নেশাজাতীয় সামগ্রী আনা হচ্ছে বলেও জানা গেছে। স্বাভাবিক কারণেই পুলিশের পক্ষে সহজেই এসব নেশাসামগ্রী সনাক্ত করা কিংবা আটক করা কষ্টকর।

রবিবার সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে পুলিশ নজরদারি চালিয়ে একটি অটো থেকে এসব নেশাজাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে। যতদূর জানা গেছে এই চক্রটি দীর্ঘদিন ধরেই এই কৌশল কে কাজে লাগিয়ে রেলে করে নেশা সামগ্রী এনে বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এধরনের আরো বেশ কয়েকটি চক্র সক্রিয় রয়েছে বলেও খবর। তাদের এই রহস্য ভেদ করার জন্য পুলিশকে আরো কঠোর মনোভাব গ্রহণ করার দাবী উঠেছে।এদিন পশ্চিম জেলা অতিরক্ত পুলিশ সুপার সৌভিক দে জানিয়েছে যে চারজনকে রবিবার নেশাজাতীয় কফ সিরাপ সহ আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করা হয়েছে। কোথা থেকে কিভাবে এ ধরনের নেশা সামগ্রী তারা সংগ্রহ করছে সে সম্পর্কে তথ্য সংগ্রহ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও পশ্চিম জেলা অতিরক্ত পুলিশ সুপার জানিয়েছেন।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service