জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাধাষ্টমী হচ্ছে কৃষ্ণের সঙ্গিনী রাধার জন্ম তিথি। বিশেষ করে ভাদ্র মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে তার জন্মস্থান বারসানায় অত্যন্ত উৎসাহের সাথে দিনটি পালিত হয়। স্কন্দ পুরাণের বিষ্ণু খন্ডে উল্লেখ করা হয়েছে যে, ভগবান কৃষ্ণের ১৬,০০০ জন গোপী ও গোপিকা ছিলেন। যাদের মধ্যে সর্বেশ্বরী রাধা দেবী ছিলেন শ্রদ্ধেয় ১০৯ জনের মধ্যে সর্বাধিক বৈশিষ্টপূর্ণ।পৌরাণিক ধর্মীয় গ্রন্থ অনুসারে, ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় শ্রী রাধা ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। কৃষ্ণ জন্মাষ্টমীর মতো, শ্রী রাধা রানীর জন্মবার্ষিকীও দেশজুড়ে উৎসাহের সঙ্গে পালিত হয়। তাই তিথি অনুযায়ী শনিবার রাধা অষ্টমী মহা ধুমধামে উদযাপিত হয় আগরতলা ইসকন মিশন আশ্রমে। এদিন ইসকনে আয়োজিত এই বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে রাধা ও কৃষ্ণকে বিভিন্ন অর্ঘ্য দিয়ে স্নান করানো হয়। পরবর্তীতে কেক কেটে রাধা অষ্টমী পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, ইসকন মিশনের কো অধ্যক্ষ শ্রীদাম গোবিন্দ দাস সহ অগণিত ভক্তবৃন্দ। ধর্মীয় এই অনুষ্ঠানে মন্ত্রী টিংকু রায় ও প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য পূজারচনাতেও অংশ নেন। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন আজকের দিনে শুধু একটাই প্রার্থনা ঈশ্বর যেন প্রত্যেককে ভালো রাখেন।
Leave feedback about this