2024-12-18
agartala,tripura
রাজ্য

অগ্নি নির্বাপক দপ্তরে চাকরি প্রত্যাশীদের হানা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শারীরিক ও লিখিত পরীক্ষা নেওয়ার ১ বছর অতিক্রান্ত হয়ে গেলেও ফলাফল প্রকাশের নাম গন্ধ নেই। বাধ্য হয়ে চাকরি প্রত্যাশীরা ডেপুটেশনে মিলিত হয়েছে ফায়ার সার্ভিস দপ্তরের উপ অধিকর্তার কাছে। তাদের দাবি অবিলম্বে সুষ্ঠু ও স্বচ্ছ ভাবে ফলাফল প্রকাশিত করা হোক। প্রসঙ্গত ২০২২ সালে ফায়ার সার্ভিস দপ্তরে ড্রাইভার ও ফায়ারম্যান পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেই মোতাবেক চাকরি প্রত্যাশীরা আবেদন করে শারীরিক ও লিখিত পরীক্ষায় বসে ছিল। আশ্চর্যের বিষয় হল এক বছর অতিক্রান্ত হয়ে গেলেও দপ্তর ফলাফল প্রকাশের কোন উদ্যোগ গ্রহণ করেনি। ফলে বেকার যুবক-যুবতীদের মনে দেখা দিয়েছে ধোঁয়াশা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service