জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এন এইচ এম, এর বিশাল পরিমাণ টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সি এম ও ডা: অরুনাভ চক্রবর্তী, এবং ডা: রাহুল পুর্কায়স্থের বিরুদ্ধে।হাসাপাতালে পর্যাপ্ত পরিষেবা থেকে বঞ্চিত হয়ে অবশেষে রাহুল পুর্কায়স্থ এবং অরুনাভ চক্রবর্তীদের বিরুদ্ধে গোটা গ্রামের মানুষ আন্দোলনে নেমেছে । তারা দীর্ঘ সময় ধরে ঘেরাও করে রাখে উত্তর জেলা হাসপাতাল চত্বরে থাকা জেলা স্বাস্থ্য আধিকারিক এর কার্যালয় ।জানাগেছে ধর্মনগর মহকুমার রাগনা গ্রামের মানুষরা এই আন্দোলন সংগঠিত করেছে | তাদের অভিযোগ এন এইচ এম এর কোটি কোটি টাকা ডাক্তার বাবুরা মানুষের সার্থে খরচ না করে উলটো সকারের বদনাম করছে। এই আন্দোলন সম্পর্কে সি এম ও অথবা ডঃ রাহুল পুর্কায়স্থের কোন প্রতিক্রিয়া জানা যায় নি।
Leave feedback about this