জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মেলাঘর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বজিৎ দেবনাথ এর নৃশংস হত্যার প্রতিবাদে এবং নেশা মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এক মৌন মিছিল এবং থানায় ডেপুটেশন সংগঠিত করল মেলাঘর বাজার ব্যবসায়ী সমিতি। এদিন বাজার ব্যবসায়ীরা মেলাঘর বাজার থেকে এক মৌল মিছিল সংঘটিত করে মেলাঘর থানার সামনে এসে জড়ো হয়। সেখান থেকে সমিতির বিশেষ সদস্যরা পাঁচ দফা দাবিতে মেলাঘর থানায় ডেপুটেশন প্রদান করেন। ডেপুটেশনে উল্লেখিত বিষয়গুলির মধ্যে রয়েছে মেলাঘর বাজারের বিভিন্ন চৌমুনী বা দোকানগুলোতে নেশা সামগ্রী বিক্রি বন্ধ করা, নেশা কারবারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, বাজার এলাকাতে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করা প্রমূখ। প্রসঙ্গত গত রবিবার প্রকাশ্য দিবালোকে নিজ দোকানেই খুন হন মেলাঘর বাজারের ব্যবসায়ী বিশ্বজিৎ দেবনাথ।
Leave feedback about this