জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রয়াত সাংবাদিক শান্তনু ভৌমিকের সপ্তম মৃত্যু দিবস পালন করেছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। ডি ওয়াই এফ আই এর উদ্যোগে ছাত্র যুব ভবনে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্যরা। এদিন প্রাক্তন মন্ত্রী মানিক দে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অভিযোগ করে বলেন, সিপিআইএম সরকার থাকাকালীন সিট গঠন করে শান্তনু ভৌমিকের হত্যাকাণ্ডের তদন্ত চলছিল। তদন্তকালে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীকালে রাজ্যে বিজেপি সরকার গঠন হওয়ার পর সিবিআই এর হাতে তদন্তভার অর্পণ করেছিল। তবে রাজনৈতিক হস্তক্ষেপে সিবিআই ও এই তদন্ত প্রক্রিয়া বেশিদূর এগিয়ে নিয়ে যায়নি। যার ফলে শান্তনু ভৌমিক হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া আজও অধরা রয়ে গেল। মানুষ চাইছে তার বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হোক কিন্তু অজ্ঞাত কারণে বিচার প্রক্রিয়া থমকে দাঁড়িয়েছে।
Leave feedback about this