জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের জনজাতি ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে তালবাহানা। ফলে স্বাভাবিকভাবেই বিপাকে পড়েছেন রাজ্যের জনজাতি ছাত্র-ছাত্রীরা। স্কলারশিপের দাবিতে বারবার দপ্তরের আধিকারিকদের দারস্ত হয়েও কোনো সুফল নেই। জনজাতি ছাত্র ছাত্রীদের একটা বড় অংশই এই স্কলারশিপের উপর নির্ভরশীল। অথচ সঠিক সময়ে স্কলারশিপের অর্থ পাচ্ছেনা তারা। এতে করে হতাশায় ভুগছেন স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা। তাই জনজাতি ছাত্র-ছাত্রীদের স্কলারশিপের দাবিতে এবার রাস্তায় নামল ছাত্রনেতা সম্রাট রায়। ছাত্রদের হয়ে বৃহস্পতিবার আগরতলা গোরখাবস্তি স্থিত জনজাতি কল্যাণ দপ্তরের সামনে হতাশাগ্রস্ত ছাত্রছাত্রীদের নিয়ে বিক্ষোভের সামিল হয় সম্রাট। তবে এন এস ইউ আই এর ব্যানারে নয়। আর এখানেই যেন উঠছে প্রশ্ন। তাহলে এন এস ইউ আই থেকে বিদায় হলেন সম্রাট ? এরকম প্রশ্নই যেন এখন উঠতে শুরু করেছে রাজ্যের ছাত্র রাজনীতিতে। এদিন জনজাতি কল্যাণ দপ্তরের সামনে বেশ কিছু সময় বিক্ষোভ প্রদর্শন করেন জনজাতি ছাত্রছাত্রীরা। যে কর্মসূচির নেতৃত্ব দেন ছাত্রনেতা সম্রাট। এদিনের এই বিক্ষোভ কর্মসূচি থেকে ছাত্রনেতা শ্রী রায় অভিযোগ করেন ব্যর্থতার সাথে পরিচালিত হচ্ছে রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তর। দপ্তরের কর্মচারীরা জনজাতিদের স্বার্থে কাজ করছে না। অবিলম্বে ছাত্রছাত্রীদের স্কলারশিপ মিটিয়ে না দেওয়া হলে আগামীদিন বিশাল সংখ্যক ছাত্রছাত্রীদের সাথে নিয়ে দপ্তরের প্রধান কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি দিলেন এদিন ছাত্রনেতা সম্রাট।
Leave feedback about this