জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বটতলা গাংগাইল রোড থেকে পুলিশ আটক করেছে তিন ছিনতাইবাজকে। তাদের জিজ্ঞাসাবাদে উদ্ধার করা হয়েছে ছিনতাই করা একটি মোবাইল ফোন। প্রসঙ্গত গত তিন দিন আগে বাবুল দেব নামে এক ব্যক্তি, তার মোবাইল ছিনতাই হয়েছে বলে বটতলা পুলিশ ফাঁড়িতে এফ আই আর দায়ের করেছিল। পুলিশ সেই মোবাইল ফোনের তদন্ত নেমে ফোনের লোকেশন বের করে প্রথমে এক ছিনতাইবাজকে গ্রেফতার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করেই আরও দুই ছিনতাইবাজকে আটক করতে সক্ষম হয়। তদন্তের স্বার্থে পুলিশ এখনই তাদের কাছ থেকে কি কি জানতে পেরেছে তা বলতে নারাজ। পুলিশ হেফাজতে রেখেই তাদের কাছ থেকে আরও তথ্য সংগ্রহ করে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে বটতলা ফারি থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর দেবব্রত বিশ্বাস। এস আই মলিন দেববর্মার নেতৃত্বে পুলিশ এই তিন ছিনতাইবাজকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ছিনতাইবাজ চক্রের বাকি চাইদের জালে তুলতে ইতিমধ্যেই দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে পুলিশ।
Leave feedback about this