2024-12-21
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

আত্মহত্যার প্রবণতার হাত থেকে মানুষকে সচেতন করে তোলার লক্ষ্যে সচেতনতামূলক পদযাত্রা 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আত্মহত্যার প্রবণতার হাত থেকে মানুষকে সচেতন করে তোলার লক্ষ্যে প্রতি বছরই ১০ সেপ্টেম্বর দিনটিকে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস হিসেবে উদযাপন করা হয়। এবার তার ব্যতিক্রম নয়। এবছর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসের মূল স্লোগান হলো কর্মের মাধ্যমে আশা তৈরি করা। আর এই স্লোগানকে সামনে রেখেই গোটা বিশ্বজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে রবিবার উদযাপিত হয় বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। আত্মহত্যা কোন রোগ নয়, আত্মহত্যা কোনো একটার প্রতিফলন। তাই সচেতনতায় একমাত্র সম্ভব এর প্রতিরোধ। তবে ছোট্ট এই রাজ্যে উদ্বেগজনক ভাবে বাড়ছে আত্মহত্যার প্রবণতা। জাতীয় স্তরের তুলনায় আত্মহত্যার গড় হার অনেকটা বেশি ত্রিপুরায়। ২০২৩ এনসিআরবি রিপোর্ট অনুযায়ী দেশে প্রতি লক্ষে আত্মহত্যার গড় হার ছিল ১২। সেখানে ত্রিপুরায় এই সংখ্যা প্রায় ২১। প্রায় প্রতিদিনই রাজ্যের কোন না কোন এলাকা থেকে উদ্ধার হচ্ছে অস্বাভাবিক মৃতদেহ। যার অধিকাংশই আত্মহত্যা। এই অবস্থায় আত্মহত্যার প্রবণতা থেকে মানুষকে দূর করার বার্তা নিয়ে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে রাজধানী আগরতলা শহরে এক সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করে ইন্ডিয়ান সাঁইকিয়াট্রিক সোসাইটি ত্রিপুরা রাজ্য শাখা। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে এদিন সকালে পদযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এর আগে পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখার সভাপতি ডক্টর সঞ্জীব দেববর্মা। এছাড়াও ছিলেন ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি ত্রিপুরা রাজ্য শাখার সম্পাদক ডক্টর প্রিয়জ্যোতি চাকমা সহ আরো অনেকে।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service