জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জন্মদাত্রী মাকে বলাৎকারের দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হল এক নরপিচাশের। নাম তার অজয় দেববর্মা। বাড়ি টাকারজলা থানাধীন গোলাঘাটি এলাকায়। ঘটনা সংঘটিত হয়েছিল ২০২২ সালের ২রা মে রাত্রিবেলা। এরপর দিনই অজয় দেববর্মার মা টাকারজলা থানায় একটি মামলা দায়ের করেছিল। সেই মামলার পর পুলিশ তাকে এরেস্ট করে আদালতে প্রেরণ করেছিল। আদালত জেলবন্দী অবস্থায় তার বিচার প্রক্রিয়া 20 জনের সাক্ষ্য বাক্যের উপর শেষ করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে। জানিয়েছে সরকারি আইনজীবী। প্রসঙ্গত ওই নর পাষণ্ড তার বোনকেও বিভিন্ন সময় বলাৎকারের জন্য উত্ত্যক্ত করত। এ নিয়েও তার বিরুদ্ধে থানায় মামলা ছিল।
অপরাধ
রাজ্য
জন্মদাত্রীকে বলাৎকারের দায়ে আমৃত্যু জেল
- by janatar kalam
- 2023-09-08
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
Leave feedback about this