জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজেপি দলে আত্মসমর্পণ করলেন ২০১৮ নির্বাচনের সুরমা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তাপস দাস। বৃহস্পতিবার কমলপুর বিজেপি সদর অফিসে বিজেপি দলে যোগদান করেন সুরমা বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের বিজিত প্রার্থী শ্রী দাস। এদিন যোগদান সভায় উপস্থিত থেকে তাপস বাবুর হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দিয়ে বরন করে নেন বিধায়ক মনোজ কান্তি দেব, কমলপুর বিজেপি মন্ডল সভাপতি তথা নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা, ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার,বিজেপি দলের সাধারন সম্পাদক অরূপ চৌধুরী, কিষান মোর্চার সভাপতি পিন্টু শর্মা সহ অন্যান্য নেতৃত্ব। কংগ্রেস নেতা বীরজিৎ সিনহার খুব কাছের মানুষ তাপস দাস ২০১৮ বিধানসভা নির্বাচনে সুরমা বিধানসভা কেন্দ্রে কংগ্রেস দলের প্রার্থী ছিলেন।এবিষয়ে কমলপুর মন্ডল সভাপতি প্রশান্ত সিনহা বলেন, ২০১৮ সালে বিধানসভা নির্বাচনে সুরমা বিধানসভা কেন্দ্রে তাপস দাস কংগ্রেস দলের প্রার্থী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে কংগ্রেস দল করেছেন। ব্লক কংগ্রেসের সাধারন সম্পাদক ছিলেন। তিনি, কমলপুর মনোজ কান্তি দেব, রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে উন্নয়ন তার পরিপ্রেক্ষিতে কংগ্রেস দল ছেড়ে বিজেপি দলে যোগদান করেন।শ্রী দাসের মতে, কংগ্রেস সিপিএমের সাথে আতায়াত করে দেউলিয়া হয়ে গেছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে মানুষের জন্য উন্নয়নের কাজ করে বিজেপি এখন শক্তিশালী দল হিসেবে গড়ে উঠেছে।
Leave feedback about this