2024-11-25
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং কর্মসংস্থানের দাবীতে পথে নামলো সিপিআইএম ঢুকলি মহকুমা কমিটি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দেশে গত কয়েক বছরে অস্বাভাবিক হারে বেড়েছে বিভিন্ন জিনিসপত্রের দাম। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রে সরকার প্রতিষ্ঠা হওয়ার আগে দেশবাসীকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনা সহ বছরে দুই কোটি বেকারের কর্মসংস্থানের। কিন্তু দীর্ঘ প্রায় নয় বছরের অধিক সময়ে দেশবাসীকে দেওয়া এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি। এমনটাই অভিযোগ এনে আকাশছোঁয়া দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং কর্মসংস্থান সহ আরো বিভিন্ন দাবিতে গোটা দেশজুড়ে আন্দোলনের নামে সিপিআইএম দল। সর্বভারতীয় আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যেও প্রায় প্রতিদিন কোন না কোন এলাকায় সিপিএম দলের নেতা কর্মী সমর্থকরা রাস্তায় নেমে সংঘটিত করছেন সর্বভারতীয় কর্মসূচি। বুধবার সিপিআইএম ঢুকলি মহকুমা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রতিবাদ মিছিল ও সভা। এদিন ড্রপ গেইট এলাকা থেকে লাল ঝাণ্ডার মিছিল বের হয়ে নাগেরজলা এলাকায় আয়োজিত এক সভায় মিলিত হয়। এদিনের এই প্রতিবাদ মিছিল ও দাবি আদায়ের কর্মসূচির নেতৃত্ব দেন সিপিআইএম রাজ্য কমিটির অন্যতম সদস্য সুব্রত চক্রবর্তী, পার্টির বিভাগীয় সম্পাদক নারায়ণ দেব, নারী নেত্রী ঝর্ণা দাস বৈদ্য সহ আরো অনেকে। সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য ও বিভাগীয় নেতৃত্ব আন্দোলন কর্মসূচির ব্যাখ্যা তুলে ধরে কেন্দ্র ও রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য সুব্রত চক্রবর্তী বলেন দেশের বর্তমান কেন্দ্রীয় সরকার ক্ষমতায় আসার আগে দেশবাসীকে নানা প্রবণ দিয়েছিল। আজ পর্যন্ত একটা প্রতিশ্রুতিও তারা বাস্তবায়ন করতে পারেনি। বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠিত হবার পর জিনিসপত্রের দাম অনেকটা আকাশ ছোঁয়া হয়েছে। বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে। প্রতিশ্রুতি ছিল বছরে দুই কোটি বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করার। অথচ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে লক্ষ লক্ষ শূন্য পূরণ রয়েছে। কেন্দ্রীয় সরকারটা আম্বানিদের স্বার্থ রক্ষার কাজে নিয়োজিত রয়েছে। একই অবস্থায় এই রাজ্যেও।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service