2024-11-25
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

নির্বিঘ্নে ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ করার চূড়ান্ত প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাত পোহালে ভোট। উৎসবের মেজাজে চলছে প্রস্তুতি।ভোট সামগ্রী বিতরণের পালা শুরু। ব্যস্ততা তুঙ্গে আরক্ষা কর্মী থেকে শুরু করে ভোটের কাজে নিয়োজিত আধিকারিক ও কর্মীরা। মঙ্গলবার ৫ সেপ্টেম্বর সকাল ৭টা থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার দুটি কেন্দ্রে উপনির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া। সোনামুড়া মহকুমার ২০ বক্সনগর এবং ২৩ ধনপুরে অনুষ্ঠিত হবে উপনির্বাচনের ভোট গ্রহণ। ভোট গ্রহণকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই ভোট গ্রহণের কাজে নিযুক্ত কর্মীরা জড়ো হন সোনামুড়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়স্থিত স্ট্রং রুমের সামনে। সেখান থেকে ভোটের কাজে ব্যবহৃত ইভিএম ভিবিপেড সহ অন্যান্য সরঞ্জাম নিয়ে তারা নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন। ভোটগ্রহণকে কেন্দ্র করে স্ট্রংরুম এলাকাকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে ভোট কর্মীরা ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন। প্রসঙ্গত উল্লেখ্য ২০ বক্সনগর এবং ২৩ ধনপুর বিধানসভা কেন্দ্রে বক্সনগর বিধানসভা কেন্দ্রের ৫১ টি ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যে ২ টি অতিস্পর্শ কাতর। ১৫টি স্পর্শকাতর এবং বাকি গুলি সাধারণ ভোট গ্রহণ কেন্দ্র। অন্যদিকে ধনপুর বিধানসভা কেন্দ্রের ৫৯ ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যে স্পর্শকাতর ১৯ টি আর বাকি ৪০ টি সাধারণ। দুই কেন্দ্রেই ২ টি করে মডেল পুলিং স্টেশন ,২টি করে মহিলা পোলিং স্টেশন ও একটি করে শারীরিক অক্ষম ব্যক্তিদের পুলিং স্টেশন রয়েছে বলে জানা যায়। প্রসঙ্গত ২ কেন্দ্রের মোট ভোটার স্যংখা ৯৩হাজার৪৯৫ জন। এর মধ্যে ধনপুরের ৫০ হাজার৩৪৬ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২৬হাজার০৬৪ এবং মহিলা ভোটারের সংখ্যা ২৪ হাজার২৮২ জন। বক্সনগরের ৪৩হাজার১৪৯ জন ভোটারের মধ্যে পুরুষের সংখ্যা ২২ হাজার২০৯ এবং মহিলা ভোটার ২০হাজার২৪০ জন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service