2024-12-16
agartala,tripura
রাজ্য শিক্ষা

প্রকাশিত হলো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার বছর বাঁচাও ফলাফল 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৩ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত ছাত্রছাত্রী এক বা দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছিল তাদের সকলকে বছর বাঁচাও কর্মসূচির আওতায় পুনরায় পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়া হয়েছিল। আজ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড. ধনঞ্জয় গণচৌধুরী বছর বাঁচাও পরীক্ষার ফলাফল ঘোষণা করে জানান, মাধ্যমিকে বছর বাঁচাও পরীক্ষায় পাশের হার ৬১ শতাংশ এবং উচ্চমাধ্যমিকে পাশের হার ৮২ শতাংশ। মাধ্যমিকে বছর বাঁচাও পরীক্ষায় বসার যোগ্য ছাত্রছাত্রীর সংখ্যা ছিল ৪,২৫৮ জন। তাদের মধ্যে পরীক্ষায় বসেছে ৩,৭৯৭ জন। পাশ করেছে ২,৩৪৩ জন এবং অকৃতকার্য হয়েছে ১,৪৫৩ জন। পাশাপাশি উচ্চমাধ্যমিকে বছর বাঁচাও পরীক্ষায় বসার যোগ্য ছাত্রছাত্রীর সংখ্যা ছিল ৪,৪০৩ জন। তাদের মধ্যে পরীক্ষায় বসেছে ৪, ১৮৬ জন। পাশ করেছে ৩,৪৩৪ জন এবং অকৃতকার্য হয়েছে ৭৫২ জন। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির কক্ষে আয়োজিত এই সাংবাদিক সম্মেলেন পর্ষদের সচিব ড. দুলাল দে উপস্থিত ছিলেন।

সাংবাদিক সম্মেলনে পর্ষদের সভাপতি আরও জানান, যে সকল ছাত্রছাত্রী ২০২৩ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বছর বাঁচাও পরীক্ষায় পাশ করতে পারেনি, তারা ২০২৪ সালে পর্ষদের পরীক্ষায় কম্পার্টমেন্টাল হিসেবে পরীক্ষা দিতে পারবে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত বিদ্যালয়ের প্রধানদের জানানো হয়েছে যারা ২০২৩ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বছর বাঁচাও পরীক্ষায় বসেছে তাদের পুরনো মার্কশিট / সার্টিফিকেট নিয়ে বিদ্যালয় প্রধান বা তার অনুমোদিত অনুমোদিত প্রতিনিধি আগামী ৪ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে পর্ষদ অফিস থেকে সকাল ১১টা হইতে বিকেল ৫টার মধ্যে পরিবর্তিত নতুন মার্কশিট / সার্টিফিকেট সংগ্রহ করার জন্য।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service