2024-12-14
agartala,tripura
রাজ্য

রাজ্যের মহিলাদের স্বশক্তিকরণ করা এটাই সরকারের মূল লক্ষ্য : বিপ্লব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাখি বন্ধন উৎসব উপলক্ষে প্রত্যেক বছরের ন্যায় এবছরও বোনেদের হাত থেকে রাখি নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। এদিন রাজ্য অথিতিশালা সোনার তরি গেস্ট হাউসে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আশা বোনেদের কাছ থেকে রাখি পরালেন নিজ হাতে।

পরবর্তীকালে সংবাদমাধ্যমের মুখো মুখি হয়ে জানান শ্রী দেব, ত্রিপুরার মহিলারা সাবলম্বী হতে বিভিন্ন দিক দিয়ে এগিয়ে আসছেন। রাজ্যের মহিলাদের স্বশক্তিকরণ করা, মহিলাদের অগ্রাধিকার সহ বিভিন্ন বিষয়ে প্রতিনিয়ত বোনেদের প্রতি দায়িত্ব পালন করার চেষ্টা করে থাকেন তিনি। এদিন শ্রী দেব ত্রিপুরেশ্বরী মায়ের কাছে সমস্ত বোনেদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service