2024-12-14
agartala,tripura
রাজ্য

সরকার মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা প্রধান লক্ষ্য : মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বুধবার রাখি বন্ধন ও উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রীর বাসভবনে রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয় এদিন রাজ্যের মা-বোনেরা রাজ্যের মুখ্যমন্ত্রী হাতে রাখি পরিয়ে দিনটিকে আনন্দের সহিত উদযাপন করলেন। এদিন মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাখি বন্ধন উৎসব উপলক্ষে প্রতি ঘরে রান্নার গ্যাসের উপর ২০০ টাকা ছাড় দিয়েছেন এবং উজ্জ্বলা যোজনা প্রকল্পে যে রান্নার গ্যাসগুলি রয়েছে তাতে প্রতি সিলিন্ডারে ৪০০ টাকার মতো ছাড় দিয়েছে, যার দরুন রাজ্যের প্রায় ৮ লক্ষ পরিবার উপকৃত হবেন। তাই রাজ্যবাসী পক্ষ থেকে দেশের প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তাছাড়া রাখি বন্ধন উৎসব উপলক্ষে রাজ্যের মা-বোনেদের প্রতি তিনি বার্তা রেখেছেন যে রাজ্য সরকার মা-বোনেদের সুরক্ষার্থে যা যা করণীয় তা করে যাচ্ছে শুধু তাই নয় শিক্ষা ক্ষেত্রে যে সমস্ত মেয়েরা সাধারণ ডিগ্রী কলেজে পড়াশোনা করছেন তাদের কাছ থেকে কোন প্রকার ফি নেওয়া হচ্ছে না সমস্ত বিনামূল্যে পড়াশোনা করতে পারছেন, তা ছাড়া চাকরি ক্ষেত্রে ৩৩ শতাংশ মহিলাদের জন্য সুরক্ষিত করা হয়েছে, এবং বিগত সরকারের আমলে যে জায়গায় শুধুমাত্র ৪০০০ এস এইচ জি গ্রুপ ছিল সেটা বর্তমান সরকারের আমলে ৫০ হাজার হয়েছে, শুধু তাই নয় রাজ্যের মা বোনেদের সুরক্ষার্থে প্রতিটি জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এদিন তিনি আরো বলেন যে, কোন কোন ক্ষেত্রে দুর্ঘটনাগ্রস্থ ঘটনা ঘটে যেতেই পারে তারপর যে তড়িৎ গতিতে ব্যবস্থা নেওয়া সেটা সময় মতো হচ্ছে কিনা সেই বিষয়ে লক্ষ্য রাখা অত্যন্ত গুরুত্ব বলে জানিয়েছেন তিনি।

 

 

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service