জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকায় বিএসএফের কড়া নজরদারি থাকা সত্ত্বেও পাচার বাণিজ্য অব্যাহত রয়েছে। আর এই পাচার বাণিজ্যকে ঘিরে আবারো বিএসএফের গুলিতে গুরুতর জখম হলেন এক যুবক। ঘটনা সোমবার রাতে বক্সনগরের জুমের টিলা এলাকায়। গুলিবিদ্ধ যুবকের নাম কামাল মিয়া। বর্তমানে কামাল আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে বক্সনগর এলাকায় নিজ বাড়ির সামনে বিএসএফের গুলিতে গুরুতর আহত হন কামাল। এই যুবক রাতের বেলা খাওয়া দাওয়ার পর নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় বিএসএফের জওয়ানরা কামালকে পাচারকারী সন্দেহ করে গুলি ছুঁড়লে সেই গুলি গিয়ে কামালের গলায় লাগে। এতে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে কামাল।পরে তার চিৎকার শুনে পরিবারের লোকজন তাকে সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় বক্সনগর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে জিবি হাসপাতালেই চিকিৎসাধীন কামাল।
Leave feedback about this