জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ড্রাগস সহ নগদ এক লক্ষ ৬১ হাজার ৫৮০ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। একই সঙ্গে গ্রেফতার করেছে রঞ্জিত দেববর্মা নামে এক ড্রাগস কারবারিকে। সংবাদে প্রকাশ গ্রামবাসীদের সহযোগিতায় তেলিয়ামুড়া থানাধীন মানিক বাজার এলাকায় সোমবার সন্ধ্যা নাগাদ অভিযান চালিয়েছিল পুলিশ।সোমবার এলাকাবাসী এক ড্রাগস সেবনকারীকে আটক করে খবর দেয় তেলিয়ামুড়া পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মহকুমা পুলিশ আধিকারিক প্রসুন কান্তি ত্রিপুরা সহ তেলিয়ামুড়া থানার পুলিশ। সেই ড্রাগস সেবনকারী ব্যাক্তির কাছ থেকে বিক্রেতার সন্ধ্যান পায় পুলিশ। যথারীতি পুলিশ অভিযান চালায় অজিত দেববর্মা নামে এক যুবকের বাড়িতে। সেখান থেকে কিছু নগদ অর্থ ও খালি ড্রাগসের কৌটা উদ্ধার করে পুলিশ। পাশাপাশি অজিত দেববর্মার ভাই রঞ্জিত দেববর্মার ঘরে তল্লাশি চালিয়ে নগদ টাকাও ড্রাগস উদ্ধার করে। অবৈধ ব্যবসার সাথে জরিত থাকার কারনে রঞ্জিত দেববর্মাকে আটক করে নিয়ে এসেছে । এ নিয়ে এনডি পি এস ধারায় মামলা নিয়ে ঘটনার তদন্ত করছে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক প্রসুন কান্তি ত্রিপুরা।
Leave feedback about this