জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পূর্বতন মুখ্যমন্ত্রীর এক কথায় বিজেপি দলে যোগদান বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহার। স্মৃতি আওরলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা। বললেন টিএমসি আমার জন্য তীর্থস্থান, কেননা এই স্থান থেকেই আমি আজ মুখ্যমন্ত্রী। বাম আমলে গড়ে ওঠা মেডিকেল কলেজটি বহু চড়াই উতরাই পেরিয়ে আজ এসে পৌঁছেছে ১৮ তম বর্ষে। কলেজের প্রতিষ্ঠা দিবস ও স্বামী বিবেকানন্দ অডিটোরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী কলেজের ইতিহাস ও তৎকালীন সরকারের কার্যকলাপ প্রসঙ্গ টেনে বলেন, একসময় এই কলেজে আমাকে প্রফেসর করবে বলে ডেকে এনেছিল প্রিন্সিপাল। তারপর আমাকে এসোসিয়েট প্রফেসর করা হয়েছিল। কিছুদিন পরই কোনও এক অদৃশ্য শক্তির ইশারায় আমাকে এসিস্ট্যান্ট প্রফেসর করা হয়। এর পরই হাইকোর্টে মামলা করে আমার পদ ফিরে পেয়েছি। শুনেছি তৎকালীন মুখ্যমন্ত্রী আমাকে বলেছিল, ডাক্তার মানিক সাহা, মানুষ ভালো, ডাক্তার হিসেবেও ভালো। কিন্তু উনি অপজিট পুলের লোক। এই কথা শুনেই রামপ্রসাদ পালের দলে যোগ দেই। তারপর আজকে আমি এই স্থানে রয়েছি। তার জন্য বলছি আমার জন্য ভালই হয়েছে। টিএমসি হচ্ছে আমার তীর্থস্থান। মুখ্যমন্ত্রী এদিন, ডাক্তারদের উদ্দেশ্য করে বলেন, খালি আমি একজন ডাক্তার হলাম এই দায়িত্ব শেষ নয়। ডাক্তাররা রোগীদের কাছে ভগবান তুল্য সুতরাং রোগীদের অনেক কটু কথা শুনেও ধৈর্য সহকারে তাদের চিকিৎসা করাতে হবে। তাদের কটু কথার প্রতি উত্তর দিতে গিয়ে উত্তেজিত হয়ে কোনও লাভ নেই। সঠিক চিকিৎসা দিয়ে একজন মুমূর্ষ রোগীকে বাঁচিয়ে তুলতে পারলেই ডাক্তারের জীবনের সার্থকতা আসে।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। অনুষ্ঠানকে কেন্দ্র করে কলেজের ছাত্র-ছাত্রী ও অধ্যাপক অধ্যাপিকাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। প্রসঙ্গত বামফ্রন্ট সরকারের আমলে কলেজটির সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত হলেও পরবর্তী সময়ে সরকার অধিকৃত সোসাইটি দ্বারা পরিচালিত হয়েছিল। বর্তমান সরকার কলেজটির উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।
Leave feedback about this