2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

কল্যাণ সাগরে মানুষের মুন্ডু পাওয়ায় ৪৫দিন পর জলকে শুদ্ধি করন করা হয় 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ থেকে ৪৫ দিন আগে ৫১ পিঠের অন্যতম পীঠ স্থান মাতা এিপুরেশ্বরী মায়ের মন্দিরে কল্যাণ দিঘিতে মানুষের একটি মুন্ডু পাওয়া যায় । এনিয়ে ধর্মপ্রান সহ সকল অংশের জনগনের মধ্যে দেখা দেয় নানা কৌতুহল। পরবর্তী সময়ে কল্যান সাগরের জল ব্যবহার না করার জন্য মন্দির কমিটি ও সরকার সব অংশের জনগনের কাছে আবেদন জানিয়েছিল। শনিবার ৪৫ দিন পর ধর্মীয় মতে গোমতী নদী থেকে ১০৮ কলসী জল এনে কল্যান দীঘিতে ফেলা হয় এবং পূজা অর্চনা করে কল্যান সাগরের জলকে শুদ্ধি করন করা হয়। এই উপলক্ষে আয়োজন করা হয় মন্দির চত্বরে বিশেষ প্রচারণা পূজাচর্চনার। মায়ের দীঘিতে পূজা অনুষ্ঠানকে কেন্দ্র করে ভক্ত প্রিয় জনগণের উপস্থিত ছিল বেশ লক্ষণীয়।

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service