2024-12-23
Ramnagar, Agartala,Tripura
দেশ বিশ্ব

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ সম্মান দিল গ্রীস 

জনতার কলম ওয়েবডেস্ক :- এথেন্সে গ্রীক রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর হাতে গ্রীসের সর্বোচ্চ সম্মান ‘গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ অনার’ তুলে দেন । ট্যুইট করে এই সম্মানের জন্য গ্রিসকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী ।

 

তিনি লিখেছেন,’আমাকে গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ অনার প্রদান করার জন্য আমি রাষ্ট্রপতি ক্যাটেরিনা সাকেলারোপোলু, সরকার এবং গ্রিসের জনগণকে ধন্যবাদ জানাই। এটি ভারতের প্রতি গ্রিসের জনগণের শ্রদ্ধা দেখায় ।’

উল্লেখ্য,দেশের প্রতি বিশেষ অবদানের জন্য,বিশেষ করে যে সমস্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা বিশিষ্ট ব্যক্তিরা গ্রিসের অগ্রগতিতে অবদান রেখেছেন তাদের গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ অনার প্রদান করা হয় গ্রীসে ।

ব্রিকস সম্মেলনের পর একদিনের গ্রীস সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । গ্রীসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিত্‍সোটাকিস এবং রাষ্ট্রপতি ক্যাটারিনা এন সাকেলারোপোলোর প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান । পরে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন ।।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service