জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যান সন্ত্রাস যেন রোজনামচা। মঙ্গলবারও দুটি লড়ির মধ্যে দূর্ঘটনায় আহত হলেন চারজন। ঘটনা কুমারঘাট থানাধীন কাঞ্চনছড়া এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়কে। জানা গেছে TR-01-AQ-1840 নম্বরের একটি ট্রিপার গাড়ী বিরাশি মাইলের দিক থেকে ধর্মনগরের উদ্দেশ্যে যাচ্ছিলো, অন্যদিকে কোলকাতা থেকে মাল নিয়ে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিলো WB-41J-9639 নম্বরের অপর একটি লড়ি। গাড়ীদুটি কাঞ্চনছড়া এলাকায় আসতেই বাঁধে বিপত্তি। দুটি গাড়ীর মধ্যে সজোরে মুখোমুখি সংঘর্ষে বেশি ক্ষতিগ্রস্ত হয় ট্রিপার গাড়ীটি। ঘটনায় গুরুতর আহত হয় ট্রিপার গাড়ীর চালক সেতাব উদ্দীন। সংঘর্ষে আহত হন অপর গাড়ীর চালক সুকান্ত মাঝি সহ গাড়ীতে থাকা আরো দুজন। ঘটনা প্রত্যক্ষ করে এগিয়ে আসে স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় দমকল বাহিনী এবং কুমারঘাট থানার পুলিশ। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কুমারঘাট মহকুমা হাসপাতালে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে হাসপাতালে। স্থানীয় প্রত্যক্ষদর্শী জানিয়েছেন ট্রিপার গাড়ীর মাত্রাতিরিক্ত গতির জেরেই এই দূর্ঘটনা। এদিকে জাতীয় সড়কে দূর্ঘটনার ফলে সাময়িক ব্যাহত হয় সড়কের স্বাভাবিক যান চলাচল। পরে দূর্ঘটনাগ্রস্ত গাড়ীকে সরিয়ে স্বাভাবিক করা হয় সড়ক। এই ঘটনায় একটি মামলা হাতে নিয়েছে কুমারঘাট থানার পুলিশ।
অপরাধ
রাজ্য
২ লড়ির মধ্যে দূর্ঘটনায় আহত হলেন চারজন
- by janatar kalam
- 2023-08-22
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
Leave feedback about this