2024-12-16
agartala,tripura
দেশ

পুলওয়ামায় সেনা ও জঙ্গীর গুলির লড়াই, জয়ের হাসি হাসলো ভারতীয় সেনা

জনতার কলম ওয়েবডেস্ক :- পুলওয়ামায় নতুন করে শুরু হয়েছিল ভারতীয় সেনা ও জঙ্গীদের মধ্যে লড়াই। লড়াইয়ের পর সোমবার সকালে সেনার পক্ষ থেকে জানানো হয় যে লড়াইয়ে সফলতা পেয়েছে ভারতীয় সেনা। রবিবার কাশ্মীর পুলিশের তরফে টুইট করে জানানো হয়েছিল যে, পুলওয়ামা জেলার ল্যারো-পারিগাম এলাকায় শুরু হয়েছে এনকাউন্টার। গোপন সূত্রে খবর পাওয়া গিয়েছিল যে, পুলওয়ামার পারিগাম গ্রামে লুকিয়ে রয়েছে কয়েকজন জঙ্গি। জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হলেও, তারা তা শোনেনি। উল্টে নিরাপত্তা বাহিনীর উপরে গুলি চালায় জঙ্গিরা। এরপরই এনকাউন্টার শুরু হয় বলে জানা যায়। তবে সেনা ও জঙ্গীর লড়াইয়ে শেষ হাসি হাসলো ভারতীয় সেনা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service