2024-12-19
agartala,tripura
রাজ্য

জনজাতিদের উন্নয়ন না হলে রাজ্য উন্নয়ন সম্ভব নয় :  মুখ্যমন্ত্রী 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পূর্বতন সরকার ত্রিপুরার রাজাদের ইতিহাস জনসম্মুখে তুলে ধরতেন না।কিন্তু বর্তমান সরকার ২০১৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর রাজাদের যথাযোগ্য সম্মান দিয়েছেন এবং তাঁদের ইতিহাস জনসম্মুখে তুলে ধরেছে।তাঁর কথায়,জনজাতিদের উন্নয়ন না হলে রাজ্য উন্নয়ন সম্ভব নয়।আর সেই দিশায় রাজ্য সরকার কাজ করে যাচ্ছে।আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম মানিক্য বাহাদুরের ১১৫৩ম জন্মদিবস উপলক্ষে প্রদেশ বিজেপি কার্য্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য ,অসম ও ত্রিপুরা প্রদেশের সংগঠন মহামন্ত্রী শ্রী জি.আর.রবীন্দ্র রাজু সহ অন্যান্যরা।এদিন উপস্থিত অতিথিরা মহারাজার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। এদিন মুখ্যমন্ত্রী নিজ বক্তব্যে আরো জানান মহারাজ যে শান্তি সম্প্রীতি রাজ্যে বজায় রাখার চেষ্টা করেছেন সেটা যাতে অটুট থাকে সেদিকে গুরুত্ব দিয়ে বর্তমান সরকার দায়িত্ব পালন করে চলেছে। ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে জনজাতিদের আরো বেশি উন্নয়নের কথা ভেবে অর্থ রাশি বরাদ্দ বাড়ানো হয়েছে।এদিনের অনুষ্ঠাকে কেন্দ্র দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service