জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ড্রাগসের নেশায় আসক্ত হয়ে অসময়ে থেমে গেল বিজয়ের রথ। মৃতদেহ উদ্ধার রাজধানীর জহর ব্রিজের নিচ থেকে। টমটমে করে প্রাণহীন দেহ বাড়িতে নিয়ে গেল মা-বাবা।
গত এক বছর ধরে ড্রাগসের নেশায় বুথ হয়ে প্রাণ গিয়েছে অনেক যুবকের। তবুও যেন এই মরণ নেশার করালগ্রাস থেকে ফিরে আসতে পারছে না যুবসমাজ। সরকারি বেসরকারি উদ্যোগে বহু প্রচার কর্মসূচি চালিয়েও বাস্তবে কাজের কাজ কিছুই হচ্ছে না। ইদানিং ড্রাগসখোর ও ড্রাগস বিক্রেতাদের বিরুদ্ধে রীতিমত যুদ্ধ ঘোষণা করেছে জনতা। বিভিন্ন স্থানে ড্রাগসের নেশা ও ব্যবসার সাথে জড়িতদের পাকড়াও করছে জনতা। প্রায়ই দেখা যায় উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিতে। কিন্তু তবু থেমে নেই ড্রাগসের রমরমা ব্যবসা ও তার নেশা। শুক্রবার রাজধানীর বটতলা জওহর ব্রিজের নিচ থেকে এক ড্রাগস খোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা যায় মৃত যুবক গত প্রায় পাঁচ বছর ধরে ড্রাগসের নেশায় আসক্ত ছিল। বাড়ি রাজধানীর জয়নগর হলেও নেশার টানে বাড়ি থেকে বের হয়ে আশ্রয় নিয়েছিল জওহর ব্রিজের নিচে। মৃত যুবকের নাম বিজয় সূত্রধর, দীর্ঘদিন ধরে সে জওহর ব্রিজের নিচে থেকে মানুষের কাছে ভিক্ষা করত। ভিক্ষা করে যাই পেত সে টাকা দিয়েই ড্রাগসের নেশায় বুথ হয়ে থাকত। জানিয়েছে বটতলা এলাকার দোকানদাররা। এদিকে বৃদ্ধ বাবা ছেলের মৃতদেহ দেখেও যেন দুচোখ পাথর করে ফেলেছে। জল নেই চোখে অনেকটাই বিরক্তির স্বরেই বলছে , গত চার পাঁচ বছর ধরেই রাস্তায় জীবন যাপন করছে সে | মৃত্যুকে নিজেই ডেকে এনেছে। টমটমে বসে দু হাঁটুর উপরে শুইয়ে বৃদ্ধ বাবা আর অবিবাহিত বোন বিজয়ের নিথর দেহ নিয়ে যাচ্ছে বাড়িতে। বিদায় জানিয়েছে হাওড়া পাড়ের দোকানদাররা। আর ভিক্ষা করবে না বিজয়।
Leave feedback about this