2024-12-17
agartala,tripura
অপরাধ রাজ্য

বিএসএফের হাতে আটক এক নেশা কারবারী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশা সামগ্রী সহ নেশা কারবারী এক যুবককে আটক করেছে বিএসএফ । মোট ৭৫ বোতল এসকফ সিরাপ উদ্ধার করা হয় নেশা কারবারি অর্জুন ত্রিপুরার কাছ থেকে । গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ জওয়ানরা উৎ পেতে বসেছিল রাধানগর বিওপি সংলগ্ন সীমান্তবর্তী এলাকায়। বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে যখন নেশা সামগ্রী নিয়ে সীমান্তবর্তী এলাকায় যায় নেশা কারবারি অর্জুন ত্রিপুরা , তখন,সঙ্গে সঙ্গে তার পিছু ধাওয়া করে বিএসএফ জওয়ানরা । এরপর ৭৫ টি এসকফ সিরাফ সহ অর্জুন ত্রিপুরাকে আটক করে পিয়ার বাড়ি থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service