2024-12-16
agartala,tripura
খেলা রাজ্য

আর কাজিয়া নয়, মিলেমিশে কাজ করবে TCA, নির্দেশ উচ্চ-আদালতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জল্পনার অবসান,টিসিএ মামলায় মিলেমিশে কাজ করার পরামর্শ দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। আদালতের নির্দেশ নামায় বর্তমান কার্যকরী কমিটির উপর সর্বোচ্চ ক্ষমতা প্রদান করা হয়েছে। অফিসিয়াল সহ মোট ৯ জনকে টি সিএ এর সম্পূর্ণ কাজ কাজকর্ম পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের এই নির্দেশ নামা মেনে নিয়ে একই সঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে বর্তমান সচিব ও সভাপতি।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service