2024-12-15
agartala,tripura
দেশ

মাসের প্রথম দিনেই দাম কমল রান্নার গ্যাসের

 

জনতার কলম ওয়েবডেস্ক :৭ মাসের প্রথম দিনেই সুখবর। দাম কমল রান্নার গ্যাসের। কিন্তু ঘরোয়া গ্যাসের দাম কমেনি, মানে গৃহস্থরা যে কষ্টে ছিলেন, সেখানেই থাকবেন, দাম কমেছেন বাণিজ্যিক গ্যাসের! অথচ দরিদ্র জনগণের কথা সরকারের ভাবনায় নেই!তেল বিপণন সংস্থাগুলি ১ অগাস্ট সকালে বাণিজ্যিক সিলিন্ডারের (এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম) ১০০ টাকা কমিয়েছে।১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের জন্য এখন ১৬৮০ টাকা দিতে হবে। আর আগে এই একই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের জন্য ১৭৮০ টাকা দিতে হতো।ঘমাসের প্রথম দিনেই দাম কমল রান্নার গ্যাসেররোয়া রান্নার গ্যাসে বোধহয় আর স্বস্তি নেই।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service