জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুর্ঘটনার রোধে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে যানবাহন চালকদের। কেন না তাদের একটি ভুলে চলে যেতে পারে অনেকগুলি প্রাণ। যে ভুলের কোন সংশোধন নেই। সাধারণত কোন অফিস কর্মচারীরা ভুল করলে সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শুধরে দিতে পারে। কিন্তু যানবাহন চালকদের ভুল কারো দ্বারা শোধরানো সম্ভব নয়। তারা সবসময় নেশা মুক্ত সুশৃংখল জীবন যাপন করতে হবে। নেশা মুক্ত হয়ে যানবাহন চালালে দুর্ঘটনার সংখ্যা প্রায় শূন্যের কোঠায় নেমে আসত। অধিকাংশ দুর্ঘটনা ঘটছে যানবাহন চালকরা নেশাশক্ত থাকার ফলে। রবিবার আগরতলা ট্রাফিক ইউনিটের উদ্যোগে চন্দ্রপুর আইএসবিটিতে আয়োজিত ট্রাফিক বিধি নিয়ে আলোচনাচক্রে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন ট্রাফিক ইন্সপেক্টর মানিক লাল দাস। শ্রীদাস এদিন যানবাহন চালক ও সহচালকদের অত্যন্ত সতর্কতা অবলম্বন করে সুশৃংখলভাবে যানবাহন চালানোর জন্য অনুরোধ করেন।
রাজ্য
নেশা মুক্ত হয়ে যানবাহন চালালে দুর্ঘটনার সংখ্যা প্রায় শূন্যের কোঠায় নেমে আসত : মানিক লাল দাস
- by janatar kalam
- 2023-07-23
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
Leave feedback about this