2024-09-19
agartala,tripura
রাজ্য

তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজ্যেও শহীদান দিবস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে শহীদান দিবস পালন করছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গেও শহীদান দিবস পালন করা হয় হাজার হাজার কর্মী সমর্থকের উপস্থিতিতে। প্রসঙ্গত ১৯৯৩ সালে তৎকালীন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে মহাকরণ অভিযান করা হয়েছিল। সেই অভিযানে পুলিশের গুলিতে নির্মমভাবে প্রাণ দিয়েছিল ১৩ জন যুবক। তারপর থেকেই তৃণমূল কংগ্রেস এই দিনটিকে শহীদান দিবস হিসেবে পালন করে আসছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরায়ও দিনটিকে যথাযথ মর্যাদায় পালন করার উদ্যোগ নিয়েছে প্রদেশ তৃণমূল কংগ্রেস কমিটি। শুক্রবার আগরতলায় তৃণমূল কংগ্রেস ভবনের সামনে শহীদের প্রতিকৃতিতে মাল্যদান করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে রাজ্যের তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দ। একই সঙ্গে সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছে যুব তৃণমূল কংগ্রেস সভাপতি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service