2024-12-16
agartala,tripura
অপরাধ

নেশা কারবারি স্বামীর ছুরির আঘাতে আহত স্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
স্বামীর চুরির আঘাতে আহত এক গৃহবধূ , ঘটনা সোমবার রাতে পশ্চিম থানার অন্তর্গত লঙ্কামুড়া এলাকায়। জানা যায় কিছুদিন আগে গৃহবধূ এবং তার স্বামীর মধ্যে সাংসারিক ঝামেলা হয়। তারপর এলাকাবাসী শালিসি সভা করে গৃহবধূর স্বামী অমিত সরকারকে মারধর করে। এতেই গৃহবধূর উপর ক্ষোভ ছিল তার স্বামীর। তারপর গৃহবধূ শিউলি সরকার স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়িতে আশ্রয় নেয় এবং গতকাল রাতে গৃহবধূর স্বামী অমিত সরকার লঙ্কা মুড়া এলাকায় গৃহবধূর বাপের বাড়িতে যান এবং গৃহবধূকে স্বামীর বাড়িতে আসার কথা বলেন কিন্তু গৃহবধূ স্বামীর বাড়িতে আসবে না বলেই পরিষ্কারভাবে জানিয়ে দেয় তার স্বামী অমিত সরকারকে, এতেই উত্তেজিত হয়ে গৃহবধূর স্বামী গৃহবধূ শিউলি সরকারকে ধারালো ছুরি দিয়ে মাথায় এবং শরীরে আঘাত করে। তারপর গৃহবধূর চিৎকার শুনে গৃহবধুর বাবা এবং ভাই ছুটে এসে গৃহবধূকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ শিউলি সরকার। এই বিষয় নিয়ে গৃহবধূ জানান তার স্বামী অমিত সরকারের বিরুদ্ধে থানা একটি মামলা দায়ের করবেন এবং স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাছাড়া গৃহবধূ আরো জানান তার স্বামী এলাকায় একজন নেশা কারবারি হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে বেশ কিছু মামলা রয়েছে, পাশাপাশি অমিত সরকার বেশ কয়েক মাস জেলেও ছিলেন। এই বিষয় গৃহবধূ বিয়ের আগে জানতেন না। গৃহবধূর দ্বিতীয় বিয়ে হয়েছিল অমিত সরকারের সঙ্গে। এই ঘটনায় এলাকয় চাঞ্চল্য বিরাজ করছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service