2024-12-16
agartala,tripura
রাজ্য

দুগ্ধ উৎপাদনের মাধ্যমে সাবলম্বী হতে পারে বেকাররা : সুধাংশু

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে বর্তমানে ৮৫ হাজার ৫১৭ মেট্রিকটন দুধের ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণে এগিয়ে আসতে হবে বেকার যুবকদের। ব্যাংক লোনের মাধ্যমে গোপালন করলে ব্যাংকের সম্পূর্ণ সুদ মিটিয়ে দেবে দপ্তর। বললেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস। রাজ্যে যে সমস্ত বেকাররা সঠিক কর্মসংস্থান খুঁজে পাচ্ছেনা। কাজের সন্ধানে হন্য হয়ে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে।তাদের জন্য ২০২০ সালেই রাজ্য সরকার মুখ্যমন্ত্রী গোধন প্রকল্প নামে একটি প্রকল্প রূপায়িত করেছিল। গো পালনের জন্য ব্যাংক থেকে যারা পাঁচ বছরের জন্য এক লক্ষ কিংবা ২ লক্ষ টাকা ঋণ নেবে, তাদের ঋণের সম্পূর্ণ সুদের টাকা দেওয়া দপ্তর থেকে। এই প্রকল্পটি বেকারদের স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা নিতে পারে। মঙ্গলবার আগরতলা ইন্দ্রনগরস্থিত গোমতী দুধের ডাইরিতে মিল্ক ইনসুলেটেড ট্যাঙ্কারের ফ্ল্যাগ অফ করে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন, প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। মন্ত্রী শ্রী দাস এদিন আরও বলেন, আমাদের রাজ্যে বর্তমানে ৮৫ হাজার ৫১৭ মেট্রিকটন দুধের ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণে বেকার যুবকদের পাশাপাশি কৃষক ও দপ্তরের কর্মীদের উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে হবে। তবেই সম্ভব হবে দুধের ঘাটতি মেটানো। প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী এদিন দুধ উৎপাদনে কর্মহীন বেকারদের এগিয়ে আসার জন্য আহ্বান জানান। বলেন রাজ্যে বর্তমানে সরকারি ঋণ নিয়ে দুধ উৎপাদন করে মাসিক চল্লিশ পঞ্চাশ হাজার টাকা রোজগার করা অনেক কৃষক রয়েছে। তাদের থেকে অনুপ্রাণিত হয়ে, বেকার ,কৃষক প্রত্যেকেই দুধ উৎপাদনের মাধ্যমে স্বাবলম্বী হতে পারে খুব সহজে। এ দিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া , প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সচিব বিএস মিশ্র, চেয়ারম্যান সমীর দাস প্রমূখ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service