2024-12-15
agartala,tripura
রাজ্য

আমার বুথ সবচেয়ে মজবুত : প্রধানমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আমার বুথ সবচেয়ে মজবুত এই কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভূপালে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছে। আগরতলায় বাধারঘাট চারিপাড়া স্কুলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক দলীয় কর্মকর্তাদের নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেন। পাশাপাশি দলীয় কর্মী সমর্থকদের বুথ স্ব-শক্তি করনের উপর গুরুত্ব আরোপ করেছে। বলেন আসন্ন ২০২৪ লোকসভা নির্বাচনে গত লোকসভা নির্বাচনের চেয়েও বেশি ভোটে জয়ী করে নরেন্দ্র মোদিকে সবাই ফের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। তার জন্য প্রতিটি কার্যকর্তা নিজ নিজ বুথ এলাকায় সক্রিয়ভাবে দলীয় কর্মসূচির রূপায়ন করতে হবে। সাধারণ মানুষকে অবহিত করাতে হবে কেন্দ্রীয় প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধা গুলি সম্পর্কে। তবেই মানুষ বিজেপিকে পুনরায় ভোট দিয়ে নির্বাচিত করবে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service