2024-12-30
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ৭৫০ জন কৃতী ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা জ্ঞাপন মন্ত্রী সুশান্ত চৌধুরীর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সোমবার রাণীরবাজারের গীতাঞ্জলি হলঘরে ১০ মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন বিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ৭৫০ জন কৃতী ছাত্র-ছাত্রীকে ব্যক্তিগত উদ্যোগে ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে অভিনন্দন জানিয়ে সবর্ধনা দেন রাজ্য সরকারের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।এদিন উচ্চমাধ্যমিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার জন্য তাঁদের হাতে শুভেচ্ছা সরূপ মানপত্র, ফুলের তোড়া ,ডাইরি ,কলম মোমেন্টো তোলে দেন মন্ত্রী। এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে বলেন এই কৃতী ছাত্র-ছাত্রীরা তাঁদের বাবা-মা, স্কুল সহ গোটা এলাকার নাম সারা রাজ্যে উজ্জ্বল করেছে। অনেক প্রতিবন্ধকতা ও প্রতিকূলতাকে জয় করে তাঁরা তাঁদের জীবনের দ্বিতীয় সবচেয়ে বড় পরীক্ষাতে সফল হয়েছে। তাঁদের লড়াই কে কুর্নিশ জানাতে এবং তাঁদের আনন্দের ভাগীদার হতে ও আগামীর শুভকামনা জানাতেই আজকে ওনার এই ক্ষুদ্র আয়োজন বলে। তাছাড়া আজকের অনুষ্ঠানে সংবর্ধিত ছাত্র-ছাত্রীরা নতুন আশা নিয়ে উচ্চশিক্ষায় সুশিক্ষিত হয়ে আলোকিত মানুষ হিসাবে দেশের এবং রাজ্যের সেবায় নিয়োজিত হওয়ার দৃপ্ত প্রতিজ্ঞা করবে বলে আশা ব্যাক্ত করেন তিনি ।পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী হয়ে নিজেকে আলোকিত মানুষ হিসেবে তাঁরা গড়ে তুলবে এবং তাঁদের শিক্ষা গ্রহণে এবং ভালো ফলাফলের জন্য যেসব মানুষ ও শিক্ষক-শিক্ষিকারা অবদান রেখেছেন, তাঁদের কথা সব সময় তাঁরা মনে রাখবে বলে অভিমত ব্যাক্ত করে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service