জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী বিগত বছরের গৃহীত বিভিন্ন কাজকর্ম যেমন তুলে ধরেন তেমনি সামনের দিন দপ্তর কি কি কাজ করতে যাচ্ছে এর একটি রূপরেখা তুলে ধরেন। তিনি জানান যে সামনের দিনগুলিতে দপ্তর ২০২৩-২৪ অর্থ বছরে সাংস্কৃতিক ক্যালেন্ডার অনুযায়ী ৪৯৩ টি অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে। বরিষ্ট শিল্পীদের জন্য দপ্তর আর্টিস্ট পেনসন স্কিম চালু করার পরিকল্পনা নিয়েছে। রাজ্যে শাস্ত্রীয় শিল্প ক্ষেত্রের উন্নয়নে এ বছর দফতর ক্লাসিক্যাল ফেস্টিবলের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের লেখক কবিদের উৎসাহিত করতে দফতর সাহিত্য সম্মেলনের আয়োজন করার পরিকল্পনা নিয়েছে। লোক কলা কেন্দ্র গুলিতে বাদ্য যন্ত্র বিতরণ যেমন করা হবে তেমনি আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে চলতি বছরের জুলাই – আগস্ট পর্যন্ত ৭৫ টি সীমান্ত গ্রামে অনুষ্ঠান করা হবে। এ বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে শুক্রবার উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে বলেও জানান তিনি। এদিন তিনি শিল্পীদের এমপেনেল্মেন্ট সংক্রান্ত বিষয় উল্লেখ করে জানান ৫৪২৬ টি আবেদন কারীদের জন্য সঙ্গীত, নৃত্য, সঞ্চালক, নাটক ইত্যাদিতে অডিশন চলছে। নির্বাচিত শিল্পীদের পরবর্তী সময় বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি।প্রসঙ্গত তিনি এদিন সামনের দিন গুলিতে দফতরের লক্ষ্য হিসেবে জানান যে বিজ্ঞাপন শাখার ডিজিটাইজেশন যেমন করা হবে তেমনি রাজ্যের সমস্ত প্রিন্ট, ইলেক্ট্রনিক্স, ও ওয়েভ মিডিয়ার ডাটাবেস আপডেট করা হবে। বিভিন্ন তথ্য তুলে ধরে এদিন দফতরের সচিব বিগত বছরের বিভিন্ন কাজকর্ম তুলে ধরেন। অন্যান্য বিভিন্ন বিষয়ের উল্লেখের পাশাপাশি এ দিন জানানো হয় যে ২০২২- ২৩ অর্থ বছরে ৪৬১ টি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মায়ের গমন কার্নিভ্যালের পাশাপাশি শারদ সম্মান হিসেবে ৫৬ টি পুরষ্কার দেওয়া হয়েছে। আর্থিক সহায়তা বাবদ ২০২২- ২৩ অর্থ বছরে ৯১ টি সাংস্কৃতিক সংস্থাকে মোট ৫০ লক্ষ টাকা আর্থিক সহায়তা মঞ্জুর করা হয়েছে। হর ঘর তিরংগা কর্মসূচিতে সাড়া রাজ্যে মোট ৪.৩৭ লক্ষাধিক জাতীয় পতাকা বিতরণ করা হয়েছে। এছাড়া এদিন তিনি সাংবাদিকদের হেলথ ইন্সুরেন্স স্কিম, দক্ষতা বৃদ্ধির জন্য কর্মশালা, সাংবাদিকদের পেনসন স্কিম ১ হাজার থেকে বৃদ্ধি করে ১০ হাজার টাকা করার বিষয়ের উল্লেখের পাশাপাশি তিনি জানান যে রাজ্যে ৭৪ টি প্রিন্ট, ২৭ টি ইলেক্ট্রনিকস, ও ৩২ টি ওয়েভ মিডিয়া দফতরের অনুমোদিত রয়েছে। বিভিন্ন জায়গায় ১৫ টি ডিসপ্লে বোর্ড বসানো হয়েছে, আরও ৬ টি বসানোর কাজ চলছে। ত্রিপুরা বিজ্ঞাপন নীতি ২০২১ উল্লেখ করার পাশাপাশি তিনি এদিন জানান এখন পর্যন্ত ৩৬৩ জন সাংবাদিককে অ্যাক্রিডিটেশন দেওয়া হয়েছে। উল্লেখ্য এদিন এই সাংবাদিক সম্মেলনে দফতরের অধিকর্তা বিম্বিশার ভট্টাচার্য ও উপস্থিত ছিলেন।
রাজ্য
তথ্য ও সংস্কৃতি দপ্তরের আগামীদিনের কর্মসূচীর রূপরেখা নিয়ে সাংবাদিক সম্মেলন
- by janatar kalam
- 2023-06-22
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
Leave feedback about this