2024-11-25
agartala,tripura
রাজ্য

নিত্য পণ্যের চড়া দাম রাখলেই শাস্তির মুখ পড়তে হবে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মূল্যবৃদ্ধির জন্য ব্যবসায়ীদের হাত দিয়ে মুছলেখা লেখিয়ে নিলেন খাদ্য দপ্তরের আধিকারিকরা।মূল্যবৃদ্ধি ঘটালেই চরম শাস্তি পেতে হবে আইনানুগ। হুঁশিয়ারি দেওয়া হয়েছে ব্যবসায়ীদের।বর্ষা শুরুতেই রাস্তায় ধস পড়ার অজুহাত দেখিয়ে রাজধানীর সব কয়টি বাজারে খুচরা ও পাইকারি বিক্রেতারা প্রতিনিয়ত মূল্যবৃদ্ধি ঘটিয়ে চলেছে।প্রতিদিন নাজেহাল হয়ে পড়ছে ক্রেতা সাধারণ।তড়িঘড়ি ব্যবস্থা নিলেন খাদ্য দপ্তর। ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খাদ্যমন্ত্রী ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়ে দিলেন, কোন অবস্থাতেই যাতে মূল্যবৃদ্ধি ঘটানো না হয়।দপ্তর কর্মীদের নির্দেশ দিয়েছিলেন শহরের প্রত্যেকটি বাজার যাতে পরিক্রমা করে। সেই মোতাবেক বৃহস্পতিবার রাজধানীর লেইক চৌমুহনী বাজারে হানা দেয় ডিসিএম এর নেতৃত্বে এক প্রতিনিধি দল।
বাজারে ছদ্মবেশে ঘুরতেই আসল মুখোশ বেরিয়ে আসে ব্যবসায়ীদের। প্রত্যেকটি জিনিসপত্রের দাম মাত্রাতিরিক্ত হারে রাখছে সাধারণ মানুষের কাছ থেকে। খাদ্য দপ্তর থেকে সাফ জানিয়ে দেয়া হয়েছে, প্রতি চারটা ডিম ২৬ টাকা, আলু ২০ টাকা এবং পেঁয়াজ ৩০ টাকার বেশি যাতে কোন ব্যবসায়ী না রাখে। এই বলে প্রাথমিকভাবে মুছলেখা লেখিয়ে এনেছে খাদ্য দপ্তর। প্রসঙ্গত সুশান্ত চৌধুরী খাদ্য জনসংভরন ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী হওয়ার পর থেকেই নিয়ন্ত্রণ রয়েছে বাজারগুলোর উপর। যার ফলে সাধারণ ক্রেতারা আগের মত আর হয়রানির শিকার হতে হচ্ছে না। ক্রেতা সাধারণের অভিমত এভাবে যদি দপ্তর থেকে এবং মহকুমা প্রশাসন থেকে বাজারগুলোর উপর নজরদারি রাখা হয় আখেরে লাভবান হবে সাধারণ জনগণ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service