2024-11-25
agartala,tripura
রাজ্য

তপশিলিদের উন্নয়নে নজরদারি নিগমের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তপশিলি জাতি সম্প্রদায়ের মানুষের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি বিভিন্ন স্বনির্ভর প্রকল্পে পরিকাঠামো উন্নয়নের উপর বিশেষ গুরুত্বারোপ করেছে আগরতলা পুর নিগম ও রাজ্য সরকারের তপশিলি জাতি কল্যাণ নিগম। বুধবার নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্তের নেতৃত্বে এক প্রতিনিধি দল পুর এলাকার সাতটি ওয়ার্ড পরিদর্শন করেছে। এদিন প্রথমেই ৩৭ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করে এই ওয়ার্ডে মার্কেট স্টল নির্মাণের পরিকল্পনা নিয়েছে পুর নিগম। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ড পরিদর্শন করে পরিকাঠামো উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করা হবে বলে জানিয়েছেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। এই দিনের প্রতিনিধি দলে ছিলেন কর্পোরেটর বাপ্পি দাস, নিতু দে গুহ, তপন লোধ, প্রসেনজিৎ লোধ, নিগমের নর্থ জোনের চেয়ারম্যান গৌতম চন্দ্ এবং তপশিলি জাতি কল্যাণ নিগমের চেয়ারম্যান টুটন দাস প্রমূখ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service