জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
মেলাঘরের রথযাত্রা উৎসব আমাদের রাজ্যের ঐতিহ্য। ঐতিহ্যের এই বহমান ধারা রাজ্যের সমৃদ্ধ কৃষ্টি ও সংস্কৃতিরই পরিচয় বহন করছে। আজ মেলাঘরের জগন্নাথ মন্দির প্রাঙ্গণে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের জাতি ও জনজাতি মানুষের নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি রয়েছে। রাজ্যে বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পরে মানুষের এই কৃষ্টি ও সংস্কৃতিকে উজ্জীবিত করার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, রথযাত্রা উৎসব আজ শুধু ভারতবর্ষে নয়, ইসকনের মাধ্যমে রথযাত্রা উৎসব আজ সারা বিশ্বের মানুষের কাছে পরিচিতি লাভ করেছে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, রথযাত্রা উৎসবের মধ্য দিয়ে সকল জাতিগোষ্ঠীর মানুষের মধ্যে মেলবন্ধন, শান্তি ও সম্প্রীতির পরিবেশ সুদৃঢ় হয়। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস (দত্ত), বিধায়ক কিশোর বর্মণ এবং অনুষ্ঠানের সভাপতি তথা মেলাঘর পুরপরিষদের চেয়ারপার্সন অনামিকা ঘোষ পাল রায়। স্বাগত ভাষণ দেন সিপাহীজলা জেলার জেলাশাসক ও সমাহর্তা ড. বিশাল কুমার। অনুষ্ঠান মঞ্চে এছাড়াও অতিথি হিসেবে সিপাহীজলা জেলা পুলিশ সুপার বি জে রেড্ডি, মেলাঘর জগন্নাথ মন্দির সেবা কেন্দ্রের সচিব জয়ন্ত সাহা প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং মেলাঘর পুরপরিষদের যৌথ উদ্যোগে আজ থেকে মেলাঘরের জগন্নাথ মন্দির প্রাঙ্গণে মেলাঘরের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু হয়েছে। তা চলবে আগামী ২৭ জুন পর্যন্ত।
রাজ্য
ইসকনের মাধ্যমে রথযাত্রা উৎসব আজ সারা বিশ্বের মানুষের কাছে পরিচিতি লাভ করেছে: মুখ্যমন্ত্রী
- by janatar kalam
- 2023-06-19
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
Leave feedback about this