জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আমরা সরকারের কাছে ভিক্ষা চাইছি, বিনম্রভাবে নত মস্তকে অনুরোধ করছি আর কাল বিলম্ব না করে যাতে এসটিজিটি পরীক্ষার ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন জানিয়েছে এসটিজিটি পরীক্ষার্থীরা। সীমা লঙ্ঘন হয়ে যাওয়ার অভিযোগ করছে এসটিজিটি পরীক্ষার্থীদের ফলাফল ঘোষণা নিয়ে। ২০২২ সালে রাজ্য সরকার গঠিত বোর্ড দ্বারা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এস টি জি টি। সারা রাজ্যের ছাত্র-ছাত্রীরা কঠোর অধ্যাবসায় করে পরীক্ষায় বসেছিল সাধারণ একটি চাকরির আশায়। বর্তমানে এক বৎসর অতিক্রান্ত হয়ে গেল রাজ্য সরকারের কোনও হেলদোল নেই। এ নিয়ে পূর্বতন শিক্ষামন্ত্রী রতন লাল নাথের বাড়ি বহুবার ঘেরাও করেছিল এসটিজি পরীক্ষার্থীরা। বাস্তবে কাজের কাজ কিছুই হয়নি, উপরন্তু পুলিশের লাঠিপেটা খেয়ে আন্দোলন করতে গিয়ে প্রাণে বেঁচে ফিরেছে পরীক্ষার্থীরা। বর্তমানে টেট-01 এবং টেট-02 পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। অথচ এসটিজিটি পরীক্ষা হয়েছিল তারও অনেক আগে। তাই এসটিজিটি পরীক্ষার্থীরা মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার কাছে কর জোরে নতমস্তকে কাতর আবেদন রেখেছেন অবিলম্বে যাতে ফলাফল প্রকাশ করে তাদের চাকরিতে নিয়োগ করা হয়।অনেক পরীক্ষার্থী রীতিমতো মুখ্যমন্ত্রীর কাছে ভিক্ষা প্রার্থনা করেছেন, যাতে করে মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগ গ্রহণ করে ফলাফল প্রকাশের মাধ্যমে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করেন। এদিকে অনেক বেকার বয়সোত্তীর্ণ হওয়ার পথে। তারাও সরকারের কাছে আবেদন জানিয়ে বলেছেন অতি শীঘ্রই যদি তাদেরকে নিয়োগ করা না হয় তাহলে হয়তো আর কোনদিন এই চাকরির মুখ দেখবে না। প্রসঙ্গত এসটিজিটি পরীক্ষার্থীদের নিয়ে ২০২৩ বিধানসভা নির্বাচনের আগে অনেক নাটক মঞ্চস্থ হয়েছে। অর্থমন্ত্রী দিয়েছিল শিক্ষামন্ত্রীর ঠেলা, আবার শিক্ষা মন্ত্রী দিয়েছিল অর্থমন্ত্রীর ঠেলা। তবে প্রত্যেকেই পরীক্ষার্থীদের আসার আলো দেখিয়েছিল। শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে পুলিশের লাঠিপেটা খেয়ে আন্দোলন থেকে পিছু হটতে হয়েছিল পরীক্ষার্থীদের।
রাজ্য
মুখ্যমন্ত্রীর কাছে ভিক্ষা চাইছে এসটিজিটি পরীক্ষার্থীরা
- by janatar kalam
- 2023-06-19
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this