2024-12-25
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

ক্যারাটে বিপ্রজিতের জন্মদিনে রক্তদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- একেই বলে সামাজিক দায়িত্ববোধ। ছোট্ট ছেলের জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন করেছে পরিবার। সোমবার আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়ন বিপ্রজিত দাস নামে দশ বছরের খেলোয়াড়ের জন্মদিনে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায়। প্রসঙ্গত বিপ্রজিত দাস আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় দেশের হয়ে খেলে রাজ্য ও দেশের মুখ উজ্জ্বল করেছে।স্বর্ণপদক আনা এই ক্ষুদে ক্যারাটের জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন করায় তার বাবা ও পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়েছে অনেকেই।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service