2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

চাকরিচ্যুতদের টার্মিনেশন ছিল অবৈধ! আদৌ কি সরকার তাদের চাকরিতে পুনর বহাল করবে ?

জনতার কল ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চাকুরিতে পুনর্বহাল হতে পারে ১০৩৩০ চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকার। আবেদনপত্র জমা দিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পড়েছে শিক্ষা ভবনের সামনে।১০৩২৩ শিক্ষকদের চাকরিচ্যুত করাটা ছিল সম্পূর্ণ অবৈধ। গত ৩ মে ত্রিপুরা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এই রায় ঘোষণা দিতেই নড়েচড়ে বসেছে চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা। প্রসঙ্গত ইতিমধ্যেই ১০,৩২৩ থেকে ৪ জন বিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে নিযুক্তি পেয়েছে। বাকি শিক্ষকরা তাদের চাকরি কন্টিনিউ করতে মঙ্গলবার হাজির হয়েছে শিক্ষা দপ্তরের সামনে। চাকুরী কন্টিনিউ করার দাবিতে আবেদন পত্র জমা দিচ্ছে শিক্ষা অধিকর্তার কাছে। আবেদনপত্র জমা নিয়ে সকাল থেকেই শিক্ষা ভবনের সামনে শত শত শিক্ষক শিক্ষিকা এসে ভিড় জমিয়েছে। দীর্ঘ লাইন ধরে এক এক করে প্রত্যেকে নতুন করে আবেদনপত্র জমা দিচ্ছেন। চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের ভিড় সামলাতে এদিন শিক্ষা ভবনের সামনে মোতায়ন করতে হয়েছে পুলিশ ও টিএসআর বাহিনী। প্রশ্ন হচ্ছে আদৌ কি সরকার তাদের চাকরিতে পুনর বহাল করবে ? নাকি নিছকই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে লোক দেখানো আবেদনপত্র জমা রাখছে। সেটা হয়তো সময়েই প্রকাশ পাবে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service