জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গোপন খবরের উপর ভিত্তি করে পুলিশ উত পেতে বসে থেকে উদ্ধার করেছে ২৬ হাজার ৮৭০ বোতল বেআইনি কফ সিরাপ। যার বাজার মূল্য আনুমানিক এক কোটি ৩৫ লক্ষ টাকা। এসপির নির্দেশে গভীর রাতে নেশার সিরাপ বোঝাই লরি আটক করে চুড়াইবাড়ি পুলিশ। নেশার বিরুদ্ধে এসপি যেন কিছুতেই থেমে নেই। জেলার যেকোন প্রান্তে যেকোনও সময় নেশা বিরোধী অভিযান করতে এবং সাফল্য পেতে তিনি সক্ষম। একইভাবে আবারও রবিবার গভীর রাতে চুড়াইবাড়ি পুলিশের নাকা পয়েন্টে আটা বোঝাই লড়ি থেকে প্রায় দেড় কোটি টাকার নিষিদ্ধ এসকফ সিরাপ আটক করেছে। গোপন খবরের ভিত্তিতে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা এবং চুড়াইবাড়ি থানার পুলিশ বাহিনী থানার নাকা পয়েন্টে ওৎ পেতে থাকে। রাত একটা নাগাদ অসম থেকে আগরতলাগামী একটি বার চাকার লড়ি নাকা পয়েন্টে প্রবেশ করতেই পুলিশ গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে আটার বস্তার সঙ্গে থাকা সিরাপগুলো উদ্ধার করেছে।চুরাশিটি কার্টুনে মোট ২৬হাজার৮৭০ বোতল কফ সিরাপ ছিল। যার কালোবাজারি মূল্য ১ কোটি ৩৫ লক্ষ টাকা বলে জানান পুলিশ সুপার। এদিকে একই সঙ্গে গাড়ির চালক সাহানুজকে আটক করে এনডিপিএস আইনে মামলা রুজু করে জিজ্ঞাসাবাদ জারি রেখেছে পুলিশ। ধৃত চালকের বাড়ি হায়দ্রাবাদে।অপরদিকে এই চালক ড্রাইভিং লাইসেন্সে নিজের নাম ওসমান বলে দাবি করে। অথচ তার আসল নাম সাহানুজ। এভাবে জাল ড্রাইভিং লাইসেন্স ও আধার কার্ড বের করে সে অন্ধ্রপ্রদেশ থেকে বিভিন্ন রাজ্যে গাড়ি চালাচ্ছে বলে অভিযোগ।
অপরাধ
প্রায় দেড় কোটি টাকার নেশা সামগ্রী আটক
- by janatar kalam
- 2023-06-12
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

Leave feedback about this