2024-12-19
agartala,tripura
রাজ্য

খোয়াই জেলায় ৩,৭৭৪টি পরিবারকে দেওয়া হলো শৌচালয়

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
খোয়াই জেলায় স্বচ্ছ ভারত মিশন-গ্রামীণ প্রকল্পে এখন পর্যন্ত ৩ হাজর ৭৭৪ পরিবারকে শৌচালয় নির্মাণ করে দেওয়া হয়েছে। এই প্রকল্পে জেলার তুলাশিখর ব্লকে ১.০১৩টি, পদ্মবিল ব্লকে ৬২৬টি, খোয়াই ব্লকে ৬৩২টি, মুঙ্গিয়াকামী ব্লকে ২৪৭টি, তেলিয়ামুড়া ব্লকে ৭১৫টি ও কল্যাণপুর ব্লকে ৫৪১টি শৌচালয় নির্মাণ করা হয়। প্রতিটি শৌচালয় নির্মাণে বায় হয়েছে ১২ হাজার টাকা করে। খোয়াই জেলা শাসক কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service