জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
খোয়াই জেলায় স্বচ্ছ ভারত মিশন-গ্রামীণ প্রকল্পে এখন পর্যন্ত ৩ হাজর ৭৭৪ পরিবারকে শৌচালয় নির্মাণ করে দেওয়া হয়েছে। এই প্রকল্পে জেলার তুলাশিখর ব্লকে ১.০১৩টি, পদ্মবিল ব্লকে ৬২৬টি, খোয়াই ব্লকে ৬৩২টি, মুঙ্গিয়াকামী ব্লকে ২৪৭টি, তেলিয়ামুড়া ব্লকে ৭১৫টি ও কল্যাণপুর ব্লকে ৫৪১টি শৌচালয় নির্মাণ করা হয়। প্রতিটি শৌচালয় নির্মাণে বায় হয়েছে ১২ হাজার টাকা করে। খোয়াই জেলা শাসক কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।
রাজ্য
খোয়াই জেলায় ৩,৭৭৪টি পরিবারকে দেওয়া হলো শৌচালয়
- by janatar kalam
- 2023-06-05
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this