জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উত্তর ত্রিপুরা জেলার কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের সাংগঠনিক বৈঠকে যোগ দিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়। রবিবার সাংগঠনিক বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি চুরাইবাড়ি মাতা বিশ্বেশ্বরী সেবা আশ্রম ও লোকনাথ আশ্রমের উৎসবে যোগদান করেন মন্ত্রী।তাছাড়া এদিন কদমতলা ও কালাছড়া ব্লকের পৃথক পৃথক দুটি দুপকাঠি শলার ইন্ডাস্ট্রির পরিদর্শন করেছে টিংকু রায়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানায়, যুবকরা যাতে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে ব্যবসা-বাণিজ্য আরও এগিয়ে নিয়ে যায় তার জন্য বিশেষ গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার। সরকার বেকাররা স্বনির্ভর হওয়ার লক্ষ্যে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে খুবই সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করেছে। সরকারি সহায়তায় ইচ্ছে করলেই যে কোন বেকার যুবক-যুবতী নিজের পায়ে দাঁড়াতে পারে। তবেই ধীরে ধীরে কমে আসবে সরকারি চাকরির প্রতি মোহ।
রাজ্য
বেকারদের স্বনির্ভর করার লক্ষ্যে কাজ করছে সরকার : টিঙ্কু
- by janatar kalam
- 2023-06-04
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this