জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মোদি সরকারের নয় বছর কার্যকালের উন্নয়ন কাজের প্রচারে বৃহস্পতিবার থেকে রাজ্য চষে বেড়াবেন রাজ্যের ৩ সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। ঘোষণা করলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকারের নয় বছরের কার্যকালকে জনসম্মুখে তুলে ধরতে দেশব্যাপী ব্যাপক প্রচার কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি। ত্রিপুরাতেও প্রদেশ বিজেপির রাজ্যস্তর ও জেলা মহকুমা স্তরের বৈঠক শেষে বুথ ভিত্তিক বৈঠক ইতিমধ্যেই শেষ করে ফেলেছে। বৃহস্পতিবার থেকে শুরু হবে জনসংযোগ কর্মসূচি। বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সুবিধা অসুবিধার খোঁজখবরের পাশাপাশি, মোদি সরকারের নয় বছরের জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি বিস্তৃত আকারে সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও এই প্রচার কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়বে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক ও সাংসদ রেবতী ত্রিপুরা। পাশাপাশি মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য এই জনসংযোগ কর্মসূচিতে আরও জোয়ার তুলবে। বুধবার বিজেপি সদর দপ্তরে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে জানালেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। শ্রী ভট্টাচার্য আরও জানান , যে আমরা অতি ভাগ্যবান, আজকের দিনে দাঁড়িয়ে অর্থনীতিতে বিশ্বের ৫ তম বৃহত্তম দেশ হিসেবে ভারত দাঁড়িয়েছে। আর সেটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুযোগ্য নেতৃত্বের মাধ্যমেই। প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নয় বছরের কার্যকালের উন্নয়নমূলক কাজকে সমর্থন জানানোর জন্য সমাজের সমস্ত অংশের মানুষের উদ্দেশ্যে একটি মিসকল নাম্বার নিবেদন করেছেন। যার মাধ্যমে প্রত্যেকেই মিসকল দিয়ে প্রধানমন্ত্রীর উন্নয়ন কাজের ভাগীদার হতে পারবেন। নম্বরটি হল ৯০৯০৯০২০২৪। এই নম্বরে মিসকল দিয়ে প্রত্যেকেই তাদের সমর্থন জানাতে পারবে। এদিনের সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সহ-সভাপতি তাপস ভট্টাচার্য, মিডিয়া কোঅর্ডিনেটর সুনিত সরকার, মুখ্যপ্রবক্তা সুব্রত চক্রবর্তী প্রমুখ।
রাজ্য
মোদি সরকারের নয় বছর উন্নয়ন কাজের প্রচারে রাজ্য চষে বেড়াবেন রাজ্যের ৩ সাংসদ : রাজীব
- by janatar kalam
- 2023-05-31
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
Leave feedback about this