2024-12-18
agartala,tripura
রাজ্য

তিন দফা দাবিতে গর্জে উঠেছে এসএফআই টিএসইউ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বড়লোকের জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন বন্ধ করা, ককবরক ভাষায় নির্দিষ্ট কোন লিপি না চাপিয়ে বাংলা ও রোমান উভয় লিপিকে বিকল্প হিসেবে ব্যবহারের সুযোগ দেওয়া এবং ত্রিপুরায় বিদ্যালয়ে শিক্ষার মান অবনমন বন্ধ করার দাবি নিয়ে আন্দোলনের নেমেছে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই,টিএসইউ। শুক্রবার রাজধানীর মেলার মাঠস্থিত ছাত্র যুব ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পদ পরিক্রমা করেছে। মিছিল শেষে এস এফ আই ও টি এস ইউ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সারা রাজ্যে বামপন্থীদের ওপর আক্রমণ সংঘটিত হচ্ছে। তারপরেও আজকের মিছিল ও সভায় প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service