2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

বিদ্যুতের কাজ করতে গিয়ে মৃত্যু কর্মীর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিদ্যুৎ সারাইয়ের কাজ করতে গিয়ে মৃত্যু হল এক অস্থায়ী বিদ্যুৎ কর্মীর। ঘটনা সোমবার দক্ষিণ ত্রিপুরার শ্রীনগর ভাঙ্গামুড়া এলাকায় । ঘটনার বিবরনে মৃত বিদ্যুৎ কর্মীর ভাই জানায় , বিদ্যুৎ সারাইয়ের কাজ করতে গিয়ে খুটির উপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তাপস দে নামে ৪৬ বছরের এক বিদ্যুৎ কর্মী। সঙ্গে সঙ্গেই তার সহকর্মীরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে শান্তির বাজার হাসপাতাল পাঠানো হয়। অবশেষে গুরুতর আহত তাপস দেকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালের রেফার করা হয়। কিন্তু শেষ রক্ষা আর হল না । হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। মঙ্গলবার তার মৃতদেহটি ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service