জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২৪ এর রন কৌশল নিয়ে ম্যারাথন বৈঠকে বসেছে সিপিআইএম রাজ্য নেতৃত্ব। বৈঠকে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় নেতৃত্বরা। টানা ছাটাই হতে পারে অনেক বর্তমান নেতৃত্বের। রাজ্য কমিটিতে স্থান পেতে চলেছে যুবনেতৃত্বরা। পশ্চিমবাংলার পর ত্রিপুরায়ও পিদ্ধিমের আলুর মত মিটমিট করে জ্বলছে সিপিআইএম দলের একটি মাত্র সলতে। সেটাও কখন নিভে যায় সে চিন্তায় মাথা হেট কেন্দ্রীয় নেতৃত্বের। এক মাসের মাথায় ফের ত্রিপুরায় ছুটে আসলেন প্রকাশ কারাত সীতারাম ইয়েচুরিরা। ১৬ টি আসন থেকে এবারের বিধানসভা নির্বাচনে নেমে এসেছে ১৩ তে। তেরের ফেরে পড়ে সি পি আই এম নেতৃত্বরা যখন বিরোধী দলের তকমাটাকেও হারিয়ে ফেলেছে। তখন জোট সঙ্গী কংগ্রেসের পোয়াবারো। যেখানে কংগ্রেসের আসন সংখ্যা ছিল মাত্র একটি এবার সিপিআইএমের আশীর্বাদে আসন সংখ্যা গিয়ে দাঁড়ালো তিনে। অবশ্য সিপিআইএম আর কংগ্রেসের মধ্যে একটা অন্তরঙ্গ মিল রয়েছে। যেটা ১৩ আসনে থেকেছে সিপিআইএম সেখানে মাত্র তিনটি আসন পেয়ে আহ্লাদে আধটান কংগ্রেস। ফাঁকে বিরোধীদলের তকমাটি কেড়ে নিয়েছে তিপরা মথা। এখন হায় হায় করছে সিপিআইএমের যুবনেতৃত্ব। যুবাদের বক্তব্য সিপিআইএমের বয়োজ্যেষ্ঠ নেতৃত্বরা কখনোই যুবাদের হাতে হাল ছাড়তে নারাজ। ফলস্বরূপ আঠারোর ভরাডুবি সিপিআইএম নেতৃত্বকে প্রমাণ করে দিয়েছে। এবারের বৈঠকে যুবাদের উপর দায়িত্ব ছাড়তে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব। যদিও বয়োজ্যেষ্ঠ নেতৃত্বদের মধ্যে অনেকেই মুখ ভার করে বসে থাকতে দেখা গিয়েছে মিটিংয়ে। হাল ছাড়তে নারাজ। ২৪শের লোকসভা নির্বাচনে সিপিআইএম যুব নেতৃত্বদের নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে চাইছে। তবে মাত্র এক মাসের ব্যবধানে আবারও রাজ্য কমিটির বৈঠক নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। সিপিআইএম দলের ভিতরের খবর অধিকাংশ জেলা মহকুমা নেতৃত্বের খোঁজ পাওয়া যাচ্ছে না। সর্বশেষ রাজ্য কমিটির বৈঠকে অনেকগুলি রাজনৈতিক কর্মসূচি রাজ্যব্যাপী রূপায়ণের সিদ্ধান্ত নিয়েছিল বামেরা। তবে এই সিদ্ধান্তগুলি রূপায়ণে দলীয় নেতাদের কোন সাড়া সঠিকভাবে পাওয়া যায়নি। বর্তমানে সিপিআইএম রাজ্য কমিটিতে কয়েকজন চেনা মুখ ছাড়া যুব নেতৃত্বদেরকে একেবারেই দেখা যাচ্ছে না। দলীয় সূত্রের খবর সীতারাম ইয়েচুরি ,প্রকাশ কারাতরা চাইছে যুবা সম্প্রদায় থেকে নতুন নতুন মুখ এনে রাজ্য কমিটিকে এই মুহূর্তে না সাজালে চব্বিশের লোকসভা নির্বাচনে সিপিআইএম দল আরও ধরাশায়ী হয়ে যাবে। গত বিধানসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনা করে দেখা গিয়েছে দলের খাস তাল্লুকের আসন গুলিতে ধারণার চেয়েও খারাপ ফলাফল করেছে দল। যুব সম্প্রদায়েরা সিপিআইএমের প্রতি আস্থা হারিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলিতে ইতিমধ্যেই ভিড়তে শুরু করেছে। এখনোই যদি তাদেরকে আটকানো না যায় তাহলে ভবিষ্যতে একেবারেই মুছে যেতে পারে সিপিআইএমের অস্তিত্ব। তাই দলের কেন্দ্রীয় নেতৃত্বরা চাইছে মরা গাঙ্গে এখনই জোয়ার আনতে।
রাজ্য
সিপিআইএম-এ আসতে পারে যুবা নেতৃত্ব ইঙ্গিত কেন্দ্রীয় নেতৃত্বের
- by janatar kalam
- 2023-05-22
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this