জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
আগরতলা-শিলচর-আগরতলা দূরপাল্লা এক্সপ্রেস ট্রেনের রেল স্টপেজ চালু হলো জিরানীয়া রেলওয়ে স্টেশনে। এ উপলক্ষে আজ জিরানীয়া রেলওয়ে স্টেশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, এই অঞ্চলের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল যে দূরপাল্লা ট্রেনগুলি যাতে জিরানীয়া স্টেশনে স্টপেজ দেয়। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছেও এই দাবি জানানো হয়। যার ফলস্বরূপ রাজ্যে তিনটি জায়গায় এই ট্রেনটির স্টপেজ চালু হলো। যোগেন্দ্রনগর, জিরানীয়া ও মনু স্টেশনে এই ট্রেনটি দাঁড়াবে। পরিবহণমন্ত্রী বলেন, রেলমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় দ্রুততার সঙ্গে এই দাবি পূরণ হলো। এরজন্য তিনি রেলমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, এই রেল স্টপেজ চালুর ফলে একদিকে যেমন যাত্রীদের সুবিধা হবে ঠিক তেমনি অটো শ্রমিকদেরও রোজগারের ব্যবস্থা হবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনএফ রেলওয়ের এরিয়া ম্যানেজার তেচি কুমার, পরিবহণ কমিশনার সুব্রত চৌধুরী, জিরানীয়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রতন কুমার দাস, রেলওয়ে ট্রাফিক পরিদর্শক মুন্না কুমার যাদব, সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক প্রমুখ। অনুষ্ঠান শেষে পরিবহণমন্ত্রী ও অতিথিগণ আগরতলা থেকে আগত শিলচরগামী ট্রেনটিকে সবুজ পতাকা নেড়ে স্বাগত জানান এবং জিরানীয়া স্টেশন থেকে এর যাত্রার সূচনা করেন। অটো শ্রমিকদের পক্ষে মন্ত্রীকে এজন্য বিশেষ ধন্যবাদ জানানো হয় ও মন্ত্রীকে উত্তরীয় পরিয়ে সম্মান জ্ঞাপন করা হয়।
রাজ্য
আগরতলা-শিলচর-আগরতলা দূরপাল্লা এক্সপ্রেস ট্রেনের রেল স্টপেজ চালু হলো জিরানীয়া রেলওয়ে স্টেশনে
- by janatar kalam
- 2023-05-20
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

Leave feedback about this