জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকাল ফর ভোকালের উপর গ্রেফতার করেছে রাজ্য সরকারও। যার ফলে রাজ্যে দেশ-বিদেশের শিল্পপতিদের আগমন বাড়ছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সাথে সাথে শিল্পপতিরাও শিল্প স্থাপনে আগ্রহ প্রকাশ করছে। বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা। গত পাঁচ বছরে রাজ্যের যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নয়ন হয়েছে, এয়ার, রেল ও যানবাহন চলাচল আগের চেয়ে অনেক সহজতর হয়েছে। যার ফলে এখন নিমেষেই গোটা দেশের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারছে সাধারণ মানুষ। শিল্প স্থাপনেও কাচামাল আমদানি রপ্তানিতে অনেক সহজলভ্য হয়ে গিয়েছে। মঙ্গলবার খাদ্য জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে আয়োজিত সরকারি ন্যায্যমূলের দোকানের মাধ্যমে রান্নার কাজে ব্যবহৃত গুড়া মসলা সুলভ মূল্যে সরবরাহের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ২০১৮ সালে রাজ্য সরকার পরিবর্তনের পর থেকেই গণবণ্টন ব্যবস্থা আমূল পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি কৃষক কল্যাণে সরকার সহায়ক মূল্যে ধান কেনা শুরু করেছে। ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত সরকার ধান কিনেছে ১ দশমিক ৭১ লক্ষ মেট্রিক টন যার মূল্য ৩২৭ কোটি টাকা।
এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী রেশন ডিলারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভোক্তাদের পরিষেবা প্রদানে কখনোই যাতে রেশন ডিলাররা পিছপা না হন। স্বচ্ছতার সাথে রেশন দোকান গুলি পরিচালনা করলে সরকার সর্বদাই ডিলারদের পাশে থাকবে।খাদ্যমন্ত্রী জানান, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বছরে ৪ লিটার করে কাচ্চিঘানি সরিষার তেল দেওয়া হবে। বর্তমানে চার ধরনের গুড়া মসলা ন্যায্য মূল্যে প্রদান করবে সরকার। খাদ্যমন্ত্রী এদিন রেশন ডিলারদের স্বাস্থ্য বীমা থেকে শুরু করে সরকারের সাধ্যের মধ্যে সমস্ত সুযোগ সুবিধা প্রদান করা হবে বলে আশ্বস্ত করেছেন। গণ বন্টন ব্যবস্থায় সরকার চাইছে আরও সরলীকরণ। তবে তার জন্য সরকারের পাশাপাশি সাধারণ ভোক্তা ও রেশন ডিলারাও সার্বিকভাবে সহযোগিতা করতে হবে।
রাজ্য
রেশনে দেওয়া হবে ভোজ্য তেল সহ চার ধরনের গুড়া মশলা:সুশান্ত
- by janatar kalam
- 2023-05-16
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this